নিজস্ব নীতি ছাড়ছে অ্যাপল, এআইয়ের জন্য গুগলের সঙ্গে বড় চুক্তি

0
নিজস্ব নীতি ছাড়ছে অ্যাপল, এআইয়ের জন্য গুগলের সঙ্গে বড় চুক্তি

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর নির্ভরতার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে গুগলের সঙ্গে বড় অংশীদারিত্বে যাচ্ছে অ্যাপল। আগামী প্রজন্মের এআই সুবিধা, বিশেষ করে ডিজিটাল সহকারী সিরি চালাতে গুগলের জেমিনি এআই প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি যৌথ এক বিবৃতিতে অ্যাপল ও গুগল এই তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, বহুবছর মেয়াদি এই চুক্তির আওতায় অ্যাপলের নতুন এআই উদ্যোগের মূল ভিত্তি হবে গুগলের জেমিনি। অ্যাপল জানিয়েছে, সতর্কভাবে বিভিন্ন বিকল্প মূল্যায়নের পর তারা দেখেছে, তাদের এআই লক্ষ্য পূরণে গুগলের প্রযুক্তিই সবচেয়ে উপযোগী।

বিশ্লেষকদের মতে, এটি প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ অ্যাপল সাধারণত নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করতে বেশি আগ্রহী ছিল। স্মার্টফোন বাজারে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই প্রতিষ্ঠান—অ্যাপল ও গুগলের মধ্যে এমন সহযোগিতা খুবই বিরল। তবে আগে থেকেই তাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আইফোনসহ অ্যাপলের ডিভাইসে গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকতে প্রতিবছর বড় অঙ্কের অর্থ দেয়।

এই সার্চ চুক্তি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার নজরেও আছে। দেশটির বিচার বিভাগ মনে করে, এতে গুগলের বাজারে একচেটিয়া অবস্থান শক্ত হয়। যদিও আদালত আপাতত চুক্তিটি বহাল রেখেছে।

নতুন এআই চুক্তি নিয়েও সমালোচনা শুরু হয়েছে। টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক একে প্রতিযোগিতাবিরোধী বলে মন্তব্য করেছেন। তার মতে, অ্যান্ড্রয়েড ও ক্রোমের পাশাপাশি এআই খাতেও গুগলের ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল গুগলের পাশাপাশি ওপেনএআই, অ্যানথ্রপিক ও পারপ্লেক্সিটির কথাও ভেবেছিল। তবে তারা শেষ পর্যন্ত জেমিনিকেই বেছে নেয়। চুক্তির আর্থিক শর্ত জানানো হয়নি। তবে ঘোষণার পর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারমূল্য প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

অ্যাপল জানিয়েছে, ডিভাইস পর্যায়ে আইফোন ও আইপ্যাডে তাদের নিজস্ব ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ব্যবস্থাই থাকবে এবং ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here