নিখোঁজ সাবমেরিনে ছিলেন যারা, শেষ পর্যন্ত যা জানা গেল

0

আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার নিখোঁজ হয় ‘টাইটান’ নামের একটি সাবমেরিন। এখনো এটির কোনো হদিস মেলেনি।

সাড়ে ছয় মিটার দৈর্ঘ্যের এই জলবাহনটি ওশানগেট এক্সপেডিশন নামের একটি কোম্পানি পরিচালনা করে। 

ছিলেন, পাকিস্তানে ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ। তার পরিবার জানিয়েছে, তাদের বিষয়ে তেমন কোনো তথ্য তারা জানেন না। 

উদ্ধার কাজে অংশ নিতে যুক্তরাষ্ট্র ও কানাডার কোস্টগার্ড বিমান ও জাহাজ পাঠিয়েছে।  

জানা গেছে যে পরিমাণ অক্সিজেন সাবমেরিনটিতে আছে তাতে ওই পাঁচ যাত্রী মোট ৯৬ ঘণ্টা টিকে থাকতে পারবে। ফলে ধীরে ধীরে আরোহীদের জীবিত উদ্ধার করার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।

 

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here