নিখোঁজের ৪ দিন পর পাটক্ষেতে মিললো মরদেহ

0

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের ৪ দিনপর পাটক্ষেত থেকে আব্দুল বাসেদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (০৮ জুলাই) ভোরে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামার পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে খামার পাড়া গ্রামের পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাতিজা শামীম হোসেন জানান, গত মঙ্গলবার সকালে শিবগঞ্জ সাবরেজিস্টার অফিসে যান আব্দুল বাসেদ। এরপর আর বাসায় ফেরেন নি তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here