পাবনার বেড়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর নাফিয়া আক্তার নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেড়া উপজেলার আমিনপুর বিশ্বাসপাড়া গ্রামের নাজমুল বিশ্বাসের মেয়ে নাফিয়া চার দিন আগে সারিরভিটা পশ্চিমপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। গত রবিবার দুপুর ১২টা থেকে নাফিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা।
নিহতের বাবা নাজমুল বিশ্বাসের অভিযোগ, তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। কিন্তু কেন, কী কারণে শিশুটিকে হত্যা করেছে, তা বলতে পারছেন না তিনি।
আমিনপুর থানার ওসি হারুনর রশিদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা নাজমুল বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।