নিখোঁজের দুই দিন পর নদীতে আনসার সদস্যের লাশ

0

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার স্থানীয়রা  উপজেলার জাহাপুর ইউনিয়ের বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মুরাদনগর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহতের স্ত্রী সোমা রানী দাশ বলেন, সমীর চন্দ্র দাস চট্টগ্রামে আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় ডালিম। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যায় ডালিম। রাত গভীর হলে নিহতের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে ফোনটি রিসিভ করেন ডালিম। ডালিম জানান, সমীর সাথেই আছে। পরবর্তীতে আবার ফোন দিলে সে জানায়- সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে। পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে বাড়িতে আসে। ডালিম আমাদেরকে জানায়- সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সাথে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ তাদের দিকে টর্চ লাইট মারলে পুলিশ ভেবে তারা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে।
 
এ বিষয়ে জানতে ডালিমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
 
মুরাদনগর থানার  অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন,  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here