মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (২২) নামে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ দুইদিন পরে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আসমত আলী খান সেতুর পাশে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী জেলার পীরগাছা এলাকার আছাদুল ইসলামের ছেলে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হলে নদীর তীর রক্ষাবাঁধের বস্তার খাঁজের পাশ থেকে শুভ্রের মরদেহটি উদ্ধার করা হয়। পরে আমরা তার লাশ পুলিশের কাছে বুঝিয়ে দেই।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।