নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

0
নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মিনহাজ হোসেন আবির বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবির সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে মাইকিং ও বিভিন্ন ভাবে খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বনপাড়া-মহিষভাঙ্গা এলাকার মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় তার রক্তমাখা সাইকেল। পরে সেখান থেকে কিছুটা দূরে বনলতার মসলা ফ্যাক্টরির পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয় আবীরের রক্তাক্ত মরদেহ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছিলাম। তারপরই খবর পাই রক্তমাখা সাইকেলের। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি সু-পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here