ফরিদপুরের বোয়ালমারীতে মিজান শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখর ছেলে। পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
বুধবার থেকে মিজান শেখ নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব।
এক পর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পেছনে মেহগনি বাগানে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের শরীরে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ে ফেলানো বলে জানায় পুলিশ।
রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক মিজানুর রহমান জানান, বুধবার থেকে মিজানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ে ফেলানো। ফাঁড়ি থেকে থানায় লাশটি নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১০টায় বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, লাশ উদ্ধারের পর পুলিশ নিহতের বাড়িতে গিয়েছিল। তার স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজের ব্যাপারে কেউই থানায় লিখিত বা মৌখিকভাবে কিছুই জানিয়েছিল না। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে মরদেহের প্রাথমিক সুরতহালের কাজ চলছে। মনে হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।