আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় পুরানকে। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গ এবং লেভেল ওয়ান অপরাধ করেছেন পুরান।
ম্যাচ শেষে পুরানের বিপক্ষে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার লেসলি রেইফার ও নাইজেল ডুগুইড এবং তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গুস্টার্ড। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অপরাধ স্বীকার করে নিয়েছেন পুরান। ফলে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।