নিকোলসকে ফেরালেন শরিফুল

0

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন শরিফুল ইসলাম। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে ৩১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও তাইজুল-মিরাজ-শরিফুলের বেলিং তোপে চাপেই পড়েছে সফরকারীরা।

এদিন বোলিংয়ে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। বিরতির পরপরই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাইজুলের ওভারের দ্বিতীয় বলে প্রথমবার সুইপ করতে গিয়ে ব্যর্থ হন টম লাথাম। দুই বল পর লেগ স্ট্যাম্পের ডেলিভারিতে আবার সুইপ খেলেন ল্যাথাম। এবার ধরা। ব্যাটের ওপরের দিকে বল চলে যায় শর্ট ফাইন লেগে। সহজ ক্যাচ নেন নাঈম হাসান। ৩ চারে ২১ রান করে ফেরেন ল্যাথাম।

দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠছিলেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। এরই মধ্যে তৃতীয় উইকেট জুটিতে দু’জন মিলে ৫০ রানের জুটিও গড়ে ফেলছিলেন। ঠিক তখনি শরিফুলের আঘাত। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে কট বিহাইন্ড হন নিকোলস। ৪২ বলে ১৯ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ভেঙেছে কেন উইলিয়ামসনের সঙ্গে গড়া ৫৪ রানের জুটি।পাঁচ নম্বরে নেমেছেন ড্যারেল মিচেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here