কিশোরগঞ্জের নিকলীতে নদীতে পড়ে গিয়ে মাহমুদুল হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার সিংপুর এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে বের হয়ে হাটতে হাটতে ধনু নদীর পাড়ে চলে যায় সে। এক পর্যায়ে পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় একই এলাকার আরেক শিশু দেখতে পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে মাহমুদুলের মরদেহ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে দেওয়া হয়েছে।