ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুনের কারণে বন্ধ ঘোষণার পর আজ নিউ মার্কেটের দোকানগুলো খুলেছে। এদিন সকাল ১০টার পর ব্যবসায়ীদের দোকান খুলতে দেখা যায়। এদিকে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই মালামাল সরানোর কাজ শুরু হয়।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, নিউ সুপারে আগুন লাগায় ঝুঁকি এড়াতে আমরা নিজেরাই দোকান বন্ধ রেখেছিলাম। কারণ অনেক মানুষ যাতায়াত করেছিল। নিরাপত্তার স্বার্থে আমরা এটা করেছি। আজকে দোকান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।