আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই নায়ক হয় উঠেছিলেন কাইল জেমিসন। সেই তিনিই আড়ালে পড়ে রয়েছেন একের পর এক চোটের হানায়। থমক যাওয়া ক্যারিয়ারে নতুন গতি দেওয়ার সুযোগ অবশেষে এলো তার সামনে। সব ঠিকঠাক থাকলে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন নিউজিল্যান্ডের এই পেসার।
সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন জেমিসন। পিঠের অস্ত্রোপচারের পর এই দুই সফর দিয়েই মাঠে ফিরছেন ২৮ বছর বয়সী পেসার। জেমসিন সবশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবশেষ খেলেছেন সেই ২০২১ সালের মার্চে।