নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা

0

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জয়ের ইতিহাস গড়ে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শান্ত-লিটনরা। 

বিশ্বকাপে ভরাডুবির পর খানিকটা নতুন আঙ্গিকেই দল সাজাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে নতুনের এক বার্তাও দিয়ে রেখেছিল তারা। তবে বড় পরীক্ষা অপেক্ষা করছিল নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজকে সামনে রেখে।  

বছরের শেষ ওয়ানডে সিরিজ জেতা না হলেও, শেষ ওয়ানডেতে জয় পেয়েছে টাইগাররা। সিরিজে প্রথম দুই ওয়ানডেতে হারলেও লড়াই করেছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে রীতিমত পাত্তাই দেওয়া হয়নি স্বাগতিকদের।

অন্যদিকে টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচেও এসেছে আশাবাদী হওয়ার মতো এক জয়। নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ফেলার পর ৫ উইকেটের জয় তুলে নেয় শান্তর দল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here