আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারও করাতে হয়েছে। ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন এই কিউই তারকা। তবে স্বস্তির খবর, সেই চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি!
বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে উইলিয়ামসন যে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন সেটি নিশ্চিত করেছে এনজেডসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তারা জানিয়েছে, ‘আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাকে পাওয়া যাবে।’
তবে কিউই ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির খবর, মেন্টর নয় দলটির অধিনায়ক হিসেবেই ভারতে পা রাখবেন উইলিয়ামসন। আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে এনজেডসি।