ম্যাচের পর ম্যাচ দারুণ পারফর্ম করে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘রিচার্ড হেডলি মেডেল’ জিতেছেন রাচিন রবীন্দ্র।
নিউজিল্যান্ড ক্রিকেটের বছরের সর্বোচ্চ সম্মান জেতার পথে অবশ্য একটি রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার। রাচিনই নিউজিল্যান্ডের ইতিহাসে বর্ষসেরা হওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।
মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয় বছর বর্ষসেরা হয়েছেন অ্যামেলিয়া কার। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বর্ষসেরার ‘ডেবি হকলি মেডেল’ জেতার পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি এবং বর্ষসেরা সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন।