নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড

0

নিউজিল্যান্ডের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন গ্যারি স্টিড। টেস্টেও কোচ থাকবেন কি না, তা নিয়েও শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছে ৫৩ বছর বয়সি এই কোচ।

২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হন গ্যারি স্টিড। ২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি- তিনটি ফাইনাল শেষেই অবশ্য রানার্সআপ ট্রফি নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তবে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্টিডের দল।

নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর স্টিড বলেন, ‘আমি সফরের পর সফরের যে জীবন, তা থেকে বেরোতে চাই। আমি ভবিষ্যৎ নিয়েও ভাবছি। আমার সব মনোযোগ এখন কম অভিজ্ঞ কোনো দলের সঙ্গে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই। শেষ ছয়টা মাস বিরামহীন ক্রিকেট নিয়ে চরম ব্যস্ত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝার সুযোগ পাব সামনের সময়টায়। এরপর আরও ভালোভাবে বুঝতে পারব, টেস্ট কোচের দায়িত্বের জন্য পুনরায় আবেদন করব কি না।’

আগামী জুনে গ্যারি স্টিডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here