হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার (৩০ ডিসেম্বর) ঘরের মাঠে নিউক্যাসলের কাছে দুই গোল হজম করে ম্যানইউ। ম্যাচের মাত্র চার মিনিটেই ইসাকের গোলে লিড নেয় নিউক্যাসল। এরপর ১৯ মিনিটেই সেই ব্যবধান দ্বিগুণ করেন জোলিনটন। এরপর আর গোলের দেখা না পাওয়া গেলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।
ম্যাচের চতুর্থ মিনিটে গোলের সূচনা করেন ইসাক। ম্যাচের ১৯তম মিনিটে অ্যান্টনি গর্ডনের ক্রস থেকে হেডে গোল করেন জোলিন্টন। এরপর একের পর এক আক্রমণ করে যায় আমোরিমের দল। তবে ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। যা এই মাসে প্রিমিয়ার লিগে তাদের ৫ম হার।
আর এতেই ইউনাইটেডের ড্রেসিংরুমে ফিরে এল ৬২ বছরের পুরাতন এক লজ্জা। প্রায় ৬২ বছর পর প্রথমবারের মতো এক মাসে পাঁচ লিগ ম্যাচ হারলো রেড ডেভিলরা। শেষবার ম্যান ইউনাইটেড এক মাসে পাঁচ লিগ ম্যাচ হেরেছিল ১৯৬২ সালে। আর প্রতিপক্ষ নিউক্যাসেলের সঙ্গে রেকর্ড বিবেচনায় করলে ৩৯ ম্যাচ ও ১১ বছর পর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে হারের মুখ দেখলো রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড।
লজ্জার রেকর্ডের পরিসংখ্যান এখানেই শেষ হচ্ছে না তাদের। চলতি বছর ইউনাইটেড শেষ করছে লিগে ১৯ পয়েন্ট নিয়ে। ১৯৮৯ সালের পর বছরের হিসেবে এটিই তাদের সবচেয়ে বাজে অবস্থান। সেবারে ইউনাইটেড বছরকে বিদায় জানায় ১৫তম স্থানে থেকে।
আগামী রবিবার (৫ জানুয়ারি) লিভারপুলের মুখোমুখি হবে ম্যানইউ। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নিউক্যাসল।