নিউইয়র্ক পুলিশে ক্যাপ্টেন হলেন আরেক বাংলাদেশি

0

বিশ্বের সেরা পুলিশ বাহিনী হিসেবে পরিচিত নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান একেএম প্রিন্স আলম। শুক্রবার সকালে কুইন্সের পুলিশ একাডেমিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল।

এ নিয়ে পাঁচ বাংলাদেশি আমেরিকান ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হলেন। নিউইয়র্ক পুলিশ বাহিনীতে এক হাজারের অধিক বাংলাদেশি চৌকষ অফিসার রয়েছেন যারা কর্মনিষ্ঠার স্বীকৃতি লাভ করেছেন।

প্রিন্স আলমের  বাবা এ কে এম শাহ আলম পেশায় একজন আইনজীবী এবং মাতা জাহানারা আলম গৃহিণী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্মাতকোত্তর ডিগ্রিধারী প্রিন্স আলম ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পুনরায় কুইন্স বরো কমিউনিটি কলেজ থেকে ব্যবস্থাপনা এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ক্রিমিনাল জাস্টিসে ডিগ্রি অর্জনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তিনি। ২০০৬ সালে প্রিন্স আলম নিউইয়র্ক পুলিশে অফিসার পদে যোগদান করেন। এরপর তিন দফায় পরীক্ষা দিয়ে পদোন্নতি লাভ করে ক্যাপ্টেন হলেন। ব্যক্তিগত জীবনে প্রিন্স আলম বিবাহিত। স্ত্রী শর্মি ও দুই সন্তান জুহেব ও জেইনকে নিয়ে বসবাস করছেন নিউইয়র্কের লং আইল্যান্ডে।

বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি কর্মকর্তাদের যথেষ্ট সুনাম রয়েছে। পুলিশ বিভাগে বাংলাদেশিরা অনেক ভালো করছে। ভবিষ্যতে এ ধারা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ক্যাপ্টেন পদটি পুলিশ বিভাগের নির্বাহী পদ। তার মধ্যে ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি যিনি গত বছরের ২৩ ডিসেম্বর ক্যাপ্টেন থেকে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির ৮১ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসাবে কর্মরত।

এদিকে বাপার সাধারণ সম্পাদক একেএম প্রিন্স আলম ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কাপ্টেন কারাম চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here