নিউইয়র্কে ৪ দিনব্যাপী বইমেলা ২৪ মে

0

‌’যত বই তত প্রাণ’ স্লোগানে নিউইয়র্কে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা শুরু হবে আগামী ২৪ মে (মেমরিয়াল ডে উইকেন্ড)। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এটি হবে উত্তর আমেরিকায় ৩৩তম বাংলা বইমেলা। 

এ উপলক্ষে বইমেলা কমিটির আহবায়ক লেখক-সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় ২৮ জানুয়ারি জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী। সামগ্রিক প্রস্তুতি আলোকে কথা বলেন ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক ফেরদৌস সাজেদীন, সাহিত্যানুরাগী, শিল্পপতি এবং নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক গোলাম ফারুক ভূইয়া, ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক নাসিমুন্নাহার নিনি এবং নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সউদ চৌধুরী ও সিইও বিশ্বজিৎ সাহা। 

এবার থেকে বইমেলার নামকরণে আন্তর্জাতিক শব্দ যোগ করা প্রসঙ্গে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. নুরুন্নবী বলেন, ৩২ বছর আগে শুরু হওয়া বইমেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। গত বছর অজস্র দর্শকের অনুরোধে বইমেলার নতুন নাম করা হয়েছে ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা।’ ঢাকা ও কলকাতার পর, বাংলা বইয়ের সবচেয়ে বড় এই মেলায় এবার বিশ্বের অন্তত ১০টি দেশ থেকে লেখক, পাঠক এবং প্রকাশক অংশ নেবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here