নিউইয়র্কে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র যুবলীগের সমাবেশে বক্তারা বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। তাই সকলের স্বজন ও নিকট প্রতিবেশীকে নৌকা মার্কায় ভোট দানের জন্য উদ্বুদ্ধ রাখার পাশাপাশি প্রবাসে দেশ বিরোধী অপপ্রচারণা রুখে দেয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার সংকল্প উচ্চারিত হয় যুবলীগের এই সমাবেশ থেকে। দেশ বিদেশের যুবসমাজকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সরব থাকার উদাত্ত আহ্বানও উচ্চারিত হয়। 

যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা নুরল ইসলামের সভাপতিত্বে শেখ জামাল হুসাইনের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও আব্দুল হাসিব মামুন। 

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, যুবলীগের অন্যতম নেতা শাহ সেলিম, হেলিম উদ্দিন, শাহীন কামালী, মনির উদ্দিন, আজমান আলী, সাদেকুর রহমান, নূর হোসেন ফরহাদ, শিপু চৌধুরি, মামুন হোসেন, মহিবুর রহমান, জয়নাল উদ্দীন লায়েক, সুমন দেব, রিটন সরকার, সোহান আহমেদ টূটূল, রোকন আহমেদ, হাসনাত তালূকদার, আব্দুর রব পাশা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here