নিউইয়র্ক সিটির উডহেভেনে অবস্থিত কুইন্স পাবলিক লাইব্রেরিতে এক মনোজ্ঞ কবিতা-সন্ধ্যা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ‘আন্তর্জাতিক কবিতাপাঠ’ নামে এই কাব্যপাঠের আয়োজক ছিল কুইন্স লাইব্রেরি ও কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’।
কবিতাপাঠে অংশ নেন কবি-সম্পাদক হাসানআল আব্দুল্লাহ (বাংলাদেশি-আমেরিকান), কবি-প্রকাশক রবার্টো ম্যান্ডোজা আইয়েলা (মেক্সিকান-আমেরিকান), কবি-অধ্যাপক আইরিন সেন্টোস (ডোমেনিকান রিপাবলিক), কবি-সংগঠক টমাস গেলান (ডোমেনিকান রিপাবলিক), কবি-গল্পকার নাজনীন সীমন (বাংলাদেশি-আমেরিকান), কবি-অধ্যাপক মারিসা রুসো (আর্জেনটেনিয়ান-আমেরিকান), ও আর্টেস ক্রিস্টাল হেনরিকস। অনুষ্ঠানে বাংলা, স্প্যানিশ ও ইংরেজিতে কবিতা পড়া হয়।
অনুষ্ঠানের উপস্থাপক কবি হাসানআল আব্দুল্লাহ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে উপস্থিত সকলকে আগাম শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, “দিবসটিকে যথাযথভাবে উদযাপন করতে ‘শব্দগুচ্ছ’ পত্রিকা প্রদত্ত দ্বি-বার্ষিক কবিতা পুরস্কারটি ওই দিন ঘোষণা করা হয়।” এবছর ডিসেম্বরের শুরুতেই কাব্যপাঠের এই আয়োজনে সঙ্গী হবার জন্যে তিনি পাবলিক লাইব্রেরিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কবিতার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবস্থা ছিলো। বেস-গীটারে ছিলেন ওমর অলিভেরা, একুস্টিক গীটারে ছিলেন বেন গর্ডন ও পারকুশনে ছিলেন হোযে। তাছাড়া ক্রিস্টাল হেনরিকস-এর চিত্র প্রদর্শনি ছিলো বাড়তি পাওয়া। অনুষ্ঠান শুরু হয় বেন গর্ডনের মিউজিক্যাল প্রেজেন্টেশন ও শেষ হয় হাসানআল আব্দুল্লাহর লেখা বাংলা গান “আমি বাংলার সন্তান” দিয়ে। সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

