গুম-খুন-মামলা-হামলার ভয় নেই প্রবাসে, তাই বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আমেরিকা প্রবাসীদের সরব থাকা অত্যন্ত জরুরি, এমন অভিমত পোষণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন। ১৭ জুন শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে নিউইয়র্ক স্টেট বিএনপির এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আরো বলেন, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেসের পাশাপাশি জাতিসংঘেও দেন-দরবার বাড়াতে হবে কেয়ারটেকার সরকারের দাবি আদায়ে।
নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ ও যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। গিয়াস বলেছেন, ইতিমধ্যেই প্রবাসীরা রাজপথে সরব হওয়ার পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও সক্রিয় রয়েছি। জাতিসংঘের সামনে এবং হোয়াইট হাউজ, কংগ্রেস ও স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করা হয়েছে। যার সুফল আসতে শুরু করেছে। এতে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আরেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য রিটা রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, সাবেক ছাত্র নেতা মার্শাল মোরাদ, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাংগীর এম আলম, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী প্রমুখ।