নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিটে’ জেবিবিএর ইফতার বিতরণ

0

নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিট’র কর্ণারে দাঁড়িয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের পর ইফতার বিতরণ করেছে ‘জেবিবিএ’ (জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক)। 

সংগঠনের প্রেসিডেন্ট ড. মাহাবুবুর রহমান টুকু এবং ইফতার মাহফিলের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মত নেতার জন্ম হয়েছিল বলেই আমরা লাল-সবুজের পাসপোর্ট পেয়েছি এবং বহুজাতিক এই সমাজে মাথা উঁচু করে কথা বলার অধিকার পাচ্ছি। সেই সুবাদেই জ্যাকসন হাইটসের রাস্তার নাম ‘বাংলাদেশ স্ট্রিট’ হয়েছে। এজন্যে আমরা এই স্ট্রিটের নামফলকের নিচে দাঁড়িয়ে ইফতারি বক্স বিতরণ করতে স্বাচ্ছন্দবোধ করছি। 

এ সময় আরো বক্তব্য রাখেন জেবিবিএর উপদেষ্টা মাহবুবে আলম, ইমাম কাজী কায়্যুম, শেখ আলী হাসান, শোয়েব হোসেন, শাহীন রহমান। অনুষ্ঠানের অতিথির মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ইফতারের প্রাক্কালে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন আহলে বায়াত জামে মসজিদের ইমাম মুফতি ড. সাঈদ মুতাওয়াক্কি বিল্লাহ রাব্বানী বদরপুরি। সুলতান আহমেদের মালিকানাধীন ‘আব্দুল্লাহ স্যুইঁস এ্যান্ড রেস্টুরেন্ট’ প্রদান করে বহু আইটেমের ইফতার বক্স। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here