নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের পরিচিত মুখ মমতাজ উদ্দিন ভূইয়া (৭৫) আর নেই। ১০ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্যে খামার বাড়ির বেসমেন্টে অবস্থিত মসজিদে যান মমতাজ। বাথরুমে ঢুকেছিলেন তিনি। কয়েক ঘণ্টা পর পুলিশ ডেকে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কুমিল্লার চান্দিনার সন্তান মমতাজ ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বাস করতেন জ্যাকসন হাইটসে নূর মোহাম্মদ বিশ্বাসের বেসমেন্টে। দেশে রয়েছে ৩ কন্যা ও স্ত্রী। বছরখানেক আগে দেশে গিয়েছিলেন। ফিরে আসার পর আর ঐ বেসমেন্টে উঠেননি। এক ধরনের মানসিক অস্থিরতায় ভোগছিলেন তিনি। রাত কাটাতেন অলি-গলিতে। দিনভর বাংলাদেশ স্ট্রিট তথা ৭৩ স্ট্রিটের ওপর (হাটবাজারের পার্শ্ববর্তী) অবস্থান করতে দেখা যায় তাকে।