নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের  বার্ষিক ডিনার

0
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের  বার্ষিক ডিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএর (ডিইউএএ) বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ৬  ডিসেম্বর নিউইয়র্ক সিটির উডসাইডে গুলশান ট্যারেস মিলনায়তনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি এস এম আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহুল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে বক্তব্য দেন সাঈদ-উর বর, এলামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, নাসির আলী খান পল, মুর্শেদ আলম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, আজিজুল হক মুন্না, মোহাম্মদ হোসেন খান, মোল্লা মনিরুজ্জামান,বার্ষিক নৈশভোজের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার, ও সদস্য সচিব ইউসুফ আলী ও সাংবাদিক মোঃ আবুল কাশেম প্রমুখ ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএস সুপ্রিম কোর্টের এটর্নি মঈন চৌধুরী,
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের সাধারণ সম্পাদকও শুভেচ্ছা বক্তব্য দেন এ সময়।

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যৌথভাবে তা পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুন নাহার নূপুর। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন  করেন সংগঠনের সদস্যবর্গের ছেলে -মেয়েরা। কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা ও আজিজুল হক মুন্না । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here