নিউইয়র্কে চার ছড়াকারকে সম্মাননা

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার ছড়াকারকে সন্মাননা প্রদান করা হয়েছে। গত ২৫ মে নিউইয়র্কের স্টার কাবাব রেস্তোরাঁ মিলনায়তনে ছড়াসম্রাট একুশে পদক প্রাপ্ত লেখক লুৎফর রহমান রিটন, ছড়াশিল্পী কবি ওমর কায়সার, ছড়াশিল্পী সৈয়দ আল ফারুক ও ছড়াকার জিন্নাহ চৌধুরীকে ছড়াটে সম্মাননা প্রদান করে।

শামস চৌধুরী রুশোর পরিচালনায় এতে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি, আরো উপস্থিতিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি শহীন ইবনে দিলওয়ার, কবি শিহাব শাহরিয়ার, ছড়াশিল্পী সজল আশফাক, মামুন জামিল, মৃদুল আহমেদ, মানিক রহমান, রাকিব হাসান ও জোৎস্না কায়সার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here