নিউইয়র্কে গুলিতে দুই বাংলাদেশি নিহত, উত্তপ্ত কমিউনিটি

0

নিউইয়র্ক স্টেটের বাফেলোতে শনিবার দিন-দুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই বাংলাদেশি আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং বাবুল মিয়ার ঘাতকের গ্রেফতার দাবিতে কমিউনিটিতে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। এ দাবিতে স্থানীয় সময় রবিবার বাফেলোর ৯৫৫ ফিলমোর এভিনিউতে প্রতিবাদ-সমাবেশের ডাক দেয়া হয়েছে। 

এর আগে শনিবার দুপুরে নিউইয়র্ক সিটি থেকে ২৯০ মাইল দূরে কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বাংলাদেশিদের নতুন বসতিস্থলে নিজ বাড়ি সংস্কারের সময় ওই দুই প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়। বাফেলো পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরী স্ট্রিট ও বেলী এভিনির কর্ণারে) একটি বাড়ির সংস্কারের কাজ করছিলেন নিহতরা। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

কম্যুনিটি লিডার আবুল বাশার এবং সাংবাদিক মতিউর রহমান লিটু বাফেলো থেকে আরো জানান, এমন হত্যাকাণ্ডের প্রতিবাদ, দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে প্রশাসনের কাছে। বাফেলোস্থ ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী কমিউনিটি হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন-এটা খুবই দুঃখের ব্যাপার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here