নিউইয়র্কে কম্যুনিটি এডুকেশন কাউন্সিল নির্বাচনে বিজয়ী বাংলাদেশি মামুন

0

নিউইয়র্ক সিটি এডুকেশন কাউন্সিলে স্কুল ডিস্ট্রিক্ট-১৫ (ব্রুকলীন) থেকে ‘কম্যুনিটি এডুকেশন কাউন্সিল’ নির্বাচনে জয়ী হলেন বাংলাদেশি আমেরিকান মামুন-উর রশীদ। এই ডিস্ট্রিক্টের অধীনে পার্কস্লোপ, সানসেট পার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড তথা কেনসিংটন এবং ডাউন টাউন ব্রুকলীন এলাকায় প্রি-কে থেকে মিডল লেভেলের ৪৮টি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার। এসব শিক্ষার্থীর অভিভাবকেরাই ভোট দেন ২১ এপ্রিল থেকে ৯ মে’র মধ্যে। 

ব্রুকলীনে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অবস্থিত টিডিএস ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক মামুন প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি বিকাশেও নিরন্তর সহযোগী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভে সক্ষম হয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here