নিজের শিক্ষাগত সম্পর্কে মিথ্যা তথ্য, কাজে নিয়োজিত থাকা সত্বেও বেকার ভাতা গ্রহণ, নির্বাচনী প্রচারণার জন্যে পাওয়া চাঁদার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার, মানি লন্ডারিংসহ ১৩ ধরনের অভিযোগে নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকার কংগ্রেসম্যান (রিপাবলিকান) জর্জ স্যান্তোস গ্রেফতার হয়েছেন।
বুধবার (১০ মে) সকালে তিনি লং আইল্যান্ডে এফবিআই অফিসে গিয়ে আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে নিকটস্থ মেলভিলে হাজতে পাঠানো হয়।