নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে গভীর শ্রদ্ধায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

0

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীগণ এবং অন্যান্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভায় কনসাল জেনারেল মো. নাজমুল হুদা আজকের দিনটিকে বাংলাদেশের তথা বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতির নিশ্চিত বিজয় আসন্ন আঁচ করতে পেরে পাক হানাদার বাহিনী দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। 

এরপূর্বে কনসাল জেনারেল মো. নাজমুল হুদা সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকা কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান মালায় অংশগ্রহণ করেন এবং নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দিবসের প্রথম প্রহর তথা রাত ১২টা ০১ মিনিটে কনস্যুলেটের পক্ষ থেকে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here