না ফেরার দেশে সাংবাদিক জাহিদ রিপন

0
না ফেরার দেশে সাংবাদিক জাহিদ রিপন

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জাহিদ রিপন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, সাংবাদিক জাহিদ রিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বুধবার রাতে কলাপাড়া পৌর শহরের নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া পৌর কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

জাহিদ রিপন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর-এর পটুয়াখালী উপকূল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এছাড়াও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here