না ফেরার দেশে ফুটবলার আকরাম হোসেন

0

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আকরাম হোসেন আকু। এই ক্রীড়াবিদের মৃত্যুতে ঝিনাইদহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আকরাম হোসেন আকু জাতীয় দলের সিনিয়র বিভাগে খেলতে পারেননি। তবে বাংলাদেশ ফুটবল দলে জুনিয়র পর্যায়ে খেলেছেন। 

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিও গায়ে উঠেছিল আকরামের। রবিবার সকালে আকস্মিকভাবে ঝিনাইদহ সদর উপজেলার গবিন্দপুর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আকরাম। 

আকরামের ফুটবলের হাতেখড়ি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি থেকে। উচ্চ মাধ্যমিকের পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হন। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের হয়ে ফুটবলার হিসেবেও দারুণ সুনাম অর্জন করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাচভিত্তিক শিক্ষা সমাপনী উৎসবে আকরাম তার ব্যাচের রাজাও হয়েছিলেন। আকরামের মৃত্যুতে ক্রীড়াঙ্গনের পাশাপাশি তার বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here