না ফেরার দেশে জয়শ্রী কবির

0
না ফেরার দেশে জয়শ্রী কবির

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির। গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জয়শ্রী কবির। জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কবীর।

১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন জয়শ্রী। এ সিনেমা তাকে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। জয়শ্রী কবির দীর্ঘদিন লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেছেন। আজ থেকে প্রায় এক দশক আগে জয়শ্রী কবির ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে এই দেশে দেখা যায়নি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here