বিপিএলে ব্যাট-বলে বেশ ভালো পারফর্ম করেছেন অলরাউন্ডার নাসির হোসেন। ফিনিশিংয়ে সেই হিসেবে তিনি দারুণ অপশন হতে পারতেন। অনেকে হয়তো ভেবেইছিলেন এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পাবেন এই আলোচিত-সমালোচিত ক্রিকেটার।
তবে নাসির জায়গা পাননি নান্নুদের দেওয়া দলে। আর নাসিরের দলে ঠাই না মেলার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নান্নুর ভাষ্য মতে, অনেক কিছুই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।’