ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সপ্তাহের ব্যবধানে একই স্থানে একই সময় তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের।
জানা গেছে, শুক্রবার (১৯ জানুয়ারি) হবিগঞ্জ জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুটি মাইক্রোবাস সকালে এসে পৌঁছায় আনন্দপুর সিএনজি স্ট্যান্ডের পাশে একটি ব্রিজে। এখানে একজন যাত্রী নামানোর সময় ডাকাতদল গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুট করে নেয়।
এর কিছুক্ষণ পর আরো তিনটি মাইক্রোবাস আসে হবিগঞ্জের চুনারঘাট থেকে। তাদেরর অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়। যাত্রীদের অভিযোগ পাঁচটি গাড়ি থেকে ৪০ জনের কাছ থেকে ৩০টি স্মার্ট ফোন ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়।
পরের দিন ২০ জানুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে সিলেট যাওয়ার পথে তিনজন কর্মচারীকে একই স্থানে গাড়ি থামিয়ে প্রকাশ্যে দিনের বেলা ডাকাতি করে। এসময় তিনজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, এরই মধ্যে একজন ডাকাতকে গ্রেপ্তার করেছি। পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। যাত্রীদের অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।