নাশকতার ৯ মামলায় সিএমএম আদালতে গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তার উপস্থিতিতে আগামী ৯ জানুয়ারি এ বিষয়ে জামিন শুনানি হবে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ জামিন শুনানির দিন ধার্য করেন।
এর আগে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৪ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুলের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওইদিন রুলসহ এ আদেশ দেন।