রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।
নাশকতার অভিযোগে পাঁচ বছর আগের মামলায় বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় দেন।
পৃথক অভিযোগে দণ্ডবিধির দু’টি ধারায় তাদের যথাক্রমে এক বছর ও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিচার শুরু হয়।