শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তে বর্ডার হাট স্থাপনের বিষয়ে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার এবং ভারতের পক্ষে তোরা জেলার গারো হিলস এর ডেপুটি কমিশনার শ্রী জগদীশ চেলানী আইএএস নেতৃত্ব দেন। এ সময় উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।