কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট গ্রোকের মাধ্যমে নারী ও শিশুদের যৌন আবেদনময়ী ডিপফেক ছবি তৈরির ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে সিঙ্গাপুর সরকার।
সম্প্রতি এক্স প্ল্যাটফর্মের এই চ্যাটবটটি ব্যবহার করে অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তির আপত্তিকর ছবি তৈরির বিষয়টি সামনে এলে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এই পরিস্থিতিতে সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) সরাসরি এক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে।
সংস্থাটি জানিয়েছে, অনলাইন নিরাপত্তা কোড অনুযায়ী এক্স একটি নির্ধারিত সোশ্যাল মিডিয়া পরিষেবা হিসেবে ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর এমন কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে বাধ্য। বর্তমানে তারা এক্সের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে এ ধরনের অনৈতিক ছবি তৈরি ও প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইতোমধ্যেই ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া তাদের দেশে গ্রোক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইন্দোনেশীয় কর্মকর্তাদের মতে, ডিজিটাল স্পেসে নাগরিকদের মর্যাদা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এ ধরনের ডিপফেক ছবি তৈরি গুরুতর অপরাধ।
মালয়েশিয়ার যোগাযোগ কমিশনও জানিয়েছে, এক্সের বর্তমান মডারেশন ব্যবস্থা যথেষ্ট নয় কারণ এটি মূলত ব্যবহারকারীদের রিপোর্টের ওপর নির্ভরশীল। এদিকে এলন মাস্কের মালিকানাধীন এক্স গত ১৪ জানুয়ারি ঘোষণা করেছে, তারা গ্রোকের মাধ্যমে বাস্তব কোনো ব্যক্তির ছবি বিকৃত করা বা আপত্তিকর পোশাকে উপস্থাপন করার সুবিধা বন্ধ করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরিবর্তন এনেছে।
তবে ব্রিটিশ উপস্থাপিকা মায়া জামা এবং ইলন মাস্কের সন্তানের মা অ্যাশলে সেন্ট ক্লেয়ারের মতো হাই-প্রোফাইল ব্যক্তিদের নিয়ে তৈরি হওয়া বিকৃত ছবিগুলো এ প্রযুক্তির অপব্যবহার নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। সিঙ্গাপুর সরকার সাফ জানিয়ে দিয়েছে, স্থানীয় ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এক্সের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
সূত্র: স্ট্রেইট টাইমস

