নারী ফুটবল দলের কোচও দিলেন সরে যাওয়ার ঘোষণা

0

আজই ফেসবুক পোস্টে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাফজয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না। ২২ বছর বয়সী এই ফুটবলারের পর নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনও একই পথে হাঁটছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে। 

ছোটন জানিয়েছেন, চলতি মাসের পর (৩১ মে) তিনি আর জাতীয় নারী ফুটবল দলের দায়িত্বে থাকছেন না। 

২০০৯ সাল থেকে নারী দলের দায়িত্ব সামলাচ্ছেন ছোটন। ২০১৭ সাল থেকে বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি টুর্নামেন্টে ফাইনালে নিয়ে গেছেন দলকে। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

কয়েক দিনের মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানাবেন ছোটন। 

তবে চাকরি ছাড়লেও নারীদের ফুটবল উন্নয়নে কাজ করতে চান ছোটন। তবে ভবিষ্যতে কোথায় কাজ করবেন সে নিয়ে কিছুই জানাননি ছোটন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here