নারী ফুটবলারদের মারধর: তিন আসামির জামিন বাতিল

0

খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে এসিড নিক্ষেপের হুমকির প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে প্রেক্ষিতে এবার তিন আসামির জামিন বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এই আদেশ দেন। আদেশের পর তিন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মনজিলুর রহমান বলেন, নারী ফুটবলারদের মারধরের মামলায় তিন আসামি ২১ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। কিন্তু তারা জামিনে থাকা অবস্থায় বাদীপক্ষকে এসিড নিক্ষেপের হুমকি দেওয়ায় বাদী সাদিয়া নাসরিন থানায় জিডি করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আসামিদের হাজির হওয়ার জন্য নোটিশ দেন। আসামিরা আদালতে হাজির হলে দু’পক্ষের মধ্যে শুনানি হয়। জামিনে থাকা অবস্থায় শর্তভঙ্গ করায় আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা যায়, ‘মেয়ে হয়ে হাফপ্যান্ট পরে ফুটবল খেলার’ অভিযোগ তুলে ২৯ জুলাই বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী, হাজেরা খাতুন ও জুই মণ্ডলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মঙ্গলী বাগচীকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় ফুটবলার সাদিয়া নাসরিন চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে নুর আলম গ্রেফতার হন। অপর তিন আসামি আদালত থেকে জামিনে ছিলেন। পরে ৩১ জুলাই সকালে বটিয়াঘাটা থানায় যাওয়ার পথে তেঁতুলতলা মোড়ে মামলা তুলে না নিলে নারী ফুটবলারদের এসিড নিক্ষেপের হুমকি দেয় আসামী সালাউদ্দিন ও তার সহযোগীরা। মামলার বাদি ও অপর ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতেই জামিন বাতিলের আদেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here