কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিচ্ছেদ ঘোষণার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়, ‘নারী কীসে আটকায়?’ ফেসবুক খুললেই এ নিয়ে পোস্টের দেখা মেলে ভুরি ভুরি। বিষয়টি নিয়ে মিম বানানো চলছে পুরোদমে।
এভাবেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এই ট্রেন্ডে যুক্ত হলেন ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি। তিনি জানালেন- শুধু নারী নয়, মানুষ আসলে কীসে আটকায়, সে বিষয়ে। তিনি অবশ্য এজন্য একটা উপলক্ষ্যকে বেছে নিয়েছেন। আর তাহলো ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন