‘নারী কিসে আটকায়’- এই ইস্যুতে মুখ খুলে আইনি গ্যাঁড়াকলে জায়েদ খান

0

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে আসে ‘নারী কিসে আটকায়’ ইস্যুটি। এই ট্রেন্ডি প্রশ্নের জবাবে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘নারী আসলে আটকায় জায়েদ খানে। আর সুন্দরী নারীতে আটকায় জায়েদ খান।’ টেলিভিশন সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে এবার আইনি গ্যাঁড়াকলে আটকে গেলেন জায়েদ খান। তার বক্তব্য ‘নারীর সম্মান ক্ষুণ্ণ এবং নারীকে হেয়প্রতিপন্ন করেছে’ এমন অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে এক রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়। এটি পাঠিয়েছেন অ্যাডভোকেট মুনিমা মান্নান। নোটিশে জায়েদ খানের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘আপনার মতো বাংলা চলচ্চিত্রের একজন নায়ক এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের সম্মান ক্ষুণ্ণ ও হেয়প্রতিপন্ন করে। বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার অনুরোধ থাকলো। এমন কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত না থাকলে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, ‘নারীরা কিসে আটকায়’ এই প্রশ্নের জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জায়েদ খান বলেন, ‘এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারীরা জায়েদ খানে আটকায়। আর জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে।’ তিনি বলেন, ‘নারীরা তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here