বাংলাদেশে ক্রমবর্ধমান নারী এবং শিশু প্রতি সহিংসতার প্রতিবাদে কানাডায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কানাডার স্থানীয় সময় রবিবার (১৬ মার্চ) টরন্টো শহীদ মিনারে প্রগতিশীল গণতান্ত্রিকের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিডিআই সাধারণ সম্পাদক মনির জামান রাজু পরিচালনায় এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস। বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী ফারজানা চৌধুরী বিন্দু, সবিতা সোমানী, ব্যারিস্টার নুসরাত জাহান, রওশান জাহান উর্মী, আসিফ চৌধুরী, সোলায়মান তালুত রবিন, সৌমেন সাহা,মাশুক হাসান,দুলাল পাল, শমসের আলী হেলাল, মাশুক মিয়া এবং বিদ্যুৎ রঞ্জন দে।