নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

0

দেশে নারী, কন্যা শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন অনুষ্ঠিত। 

আজ রবিবার দুপুরে পৌর শহরের শাপলা চত্বরে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি অংসুই মারমা।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধ ও কঠোর আইনের মাধ্যমে শাস্তির দাবি জানান তারা।

এ সময় সনাকের অন্যতম সদস্য ধর্মরাজ বড়ুয়া, বিনোদন ত্রিপুরা, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট’র সদস্য প্রিয় মোহন ত্রিপুরা, এক্টিটিভ সিটিজেন গ্রুপের সদস্য মো. জাহেদুল আলমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে খাগরাপুর মহিলা কল্যাণ সমিতি ও জাবারাং কল্যাণ সমিতি ও অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here