আগামীকাল শনিবার নারী আইপিএল মাঠে গড়াচ্ছে। দীর্ঘদিনের দাবি মেনে এই প্রথমবারের মতো নারীদের জন্য এমন আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের প্রতীক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নারী আইপিএলের প্রস্তুতিও শেষ, প্রস্তুত আছে মঞ্চ। এবার কেবল আম্পায়ারের ‘প্লে’ বলার অপেক্ষা।
এই প্রতিযোগিতা ঘিরে দারুণ উচ্ছ্বসিত নারী ক্রিকেটাররা। হরমনপ্রীত বলেছেন, ‘ভারতের সব ক্রিকেটারের জন্য এটা একটা দুর্দান্ত মঞ্চ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে। ভারতের নারী ক্রিকেটও এই প্রতিযোগিতা থেকে উপকৃত হবে। আমরা অনেক দিন এই প্রতিযোগিতার অপেক্ষায় ছিলাম।’