ফরিদপুর জেলায় মাদক মামলায় লিপি বেগম (৪৫) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর একটি হত্যা মামলায় এখলাস মোল্যা (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম পৃথক মামলা দুটির রায় দেন। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।