নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

0

ভাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার একটি দোতলা ভবনের নিচতলা থেকে রোকসানা বেগম (৩৬) নামক এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোকসানা বেগম ভাঙ্গার আলগী ইউনিয়নের মুন্সীকান্দা গ্রামের আক্কাস সরদারের মেয়ে ও বর্তমানে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানের স্ত্রী। ৪ কন্যা সন্তানের জননী রোকসানা বেগম তার আগের স্বামী রবিউল ইসলামকে তালাক দিয়ে গত দুই মাস আগে মোবাইল ফোনে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানকে বিয়ে করে ভাড়া বাসায় থাকতেন।

থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে একটি ফ্লাটের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রোকসানা বেগমের লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোকসানার আগের স্বামী রবিউল ইসলামের ঘরে তাদের চারটি ছোট ছোট কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি আগের স্বামীকে তালাক দিয়ে সে মালয়েশিয়া প্রবাসী ইমরান খান নামের এক ব্যক্তিকে বিয়ে করে ভাড়া বাসায় থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here