নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অজ্ঞাত (২৫) এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পূর্বাচল উপশহরের ৫ নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার এস,আই জাহাঙ্গীর আলম জানান, পূর্বাচল উপশহরের ৫ নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে।
এস,আই জাহাঙ্গীর আলম আরো জানান, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ২৫ থেকে ২৬ বছর বয়সের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত মিলেনি। পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।